মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৪ নভেম্বর:
মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর গ্রামে জমি-জায়গা সংক্রান্ত বিরোধের জের ধরে রোববার আবারো হামলার ঘটনা ঘটনা ঘটেছে। হামলায় মহিলাসহ ৫জন আহত হয়েছে।
জানা গেছে, রোববার সকালে গ্রামবাসী কিছু বুঝে ওঠার আগেই সৈয়দ আলীর ছেলে মনো দফাদারের নেতৃত্বে ৪০/৫০ জনের একদল লোক টাঙি, ফালা ও বলমসহ দেশে তৈরি ধারালো অন্ত্র নিয়ে ইউপি চেয়ারম্যান সামছুল আলমের পিতা আক্কাচ খাঁসহ তার আত্মীয়-স্বজনদের বাড়িতে হামলা চালায়। ওই হামলায় আবুল খাঁর ছেলে হালিম খাঁ (৪৫), মেয়ে শিরিন (২২), ফরিদা (২৪), স্ত্রী হালিমা খাতুন (৬০) ও হালিম খাঁর ছেলে ইয়াজুজ খাঁ (২২) আহত হয়। আহতদের মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে আগের দিন শনিবার পিরোজপুর গ্রামের মাঠে একটি বিরোধপূর্ন একটি জমিকে কেন্দ্র করে ওই গ্রামের মনোদফাদার ও লাল্টু গ্রুপের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে ওই গ্রামের ১২ জন আহত হয়।