মাহবুবুল হক পোলেন ,মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৪ জুন :
মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ইউনিয়নের বাজেট অধিবেশন ইউপি সদ্যসদের না ডাকায় ইউপি সদস্যরা বয়কট করে বিক্ষোভ মিছিল সহকারে মেহেরপুর ১ আসনের সংসদ সদস্যর কার্যালয়ে এসে সংসদ সদস্যের কাছে অভিযোগ দাখিল করে।
আজ শনিবার সকাল সাড়ে ১০ টার দিকে পিরোজপুর ইউপি চেয়ারম্যান সামসুল আলম খান ইউপি সদস্যদের না জানিয়ে ইউনিয়ন পরিষদের বাজেট অধিবেশনের ডাক দেন। ইউপি সদস্যরা এ সংবাদ পেয়ে ইউনিয়ন পরিষদে যেয়ে দেখেন সেখানে বিএনপির নেতা কর্মীদের নিয়ে সমাবেশ চলছে ।
এতে ইউপি সদস্যরা ক্ষিপ্ত হয়ে বিক্ষোভ করতে করতে ইউপি কার্যল্যয় থেকে বেরিয়ে এসে ২ নং ইউপি সদস্য আবুল হায়াতের নেতৃত্বে মেহেরপুর ১ আসনের সংসদস্য জয়নাল আবেদীনের ব্যক্তিগত কার্য্যালয়ে এসে ১২ জন ইউপি সদস্যর মধ্যে ৮ জন ইউপি সদস্য আভিযোগ পেশ করেন ।
মেহেরপুর ১ আসনের সংসদ সদস্য জয়নাল আবেদীন বলেন, ইউপি সদস্যদের নিয়ে বাজেট অধিবেশনের নিয়ম থাকলেও দলীয় লোকজন নিয়ে আধিবেশন কাম্য নয় । ১২ জনের মধ্যে ৮ জন যে অধিবেশন বয়কট করেছে সে অধিবেশন গ্র্র্র্রহণ যোগ্য নয় । প্রশাসন এবিষয়ে ব্যবস্থা নেবেন বলে আমি আশা করি ।
ইউপি সদস্য মুক্তিযোদ্ধা আবুল হায়াত বলেন, ইউনিয়ন পরিষদের বাজেট অধিবেশনের খবর পেয়ে আমরা বাজেট অধিবেশনে গিয়ে দেখি সেখানে বিএনপির কর্মী সমাবেশ চলছে। সেখানে আমাদের বসার কোন স্থান নেই তাই আমরা বাজেট অধিবেশন বয়কট করে বিক্ষোভ করতে বাধ্য হয়েছি ।