মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৫ জুন:
মেহেরপুর-মুজিবনগর সড়কের পুরন্দরপুর নামক স্থানে সড়ক দূর্ঘটনায় আহত হয়েছে ময়না(০৫) নামের এক শিশু কন্যা সহ দু’মোটরসাইকেল আরোহী। আহত দু’ মোটরসাইকেল আরোহী হলেন,চালক মুজিবনগর উপজেলার দারিয়াপুর গ্রামের ফরহাদ এবং একই গ্রামের রকিবুলের ছেলে ছাত্তার। আহতদের মধ্যে শিশু কন্যা ময়না(০৫) বর্তমানে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে এবং বাকীরা মুজিবনগর উপজেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরেছে বলে হাসপাতালে দায়িত্ব চিকিৎসকরা জানিয়েছে।
মেহেরপুর জেনারেল হাসপাতালের ইমারজেন্সি বিভাগে দায়িত্বরত চিকিৎসক মেহেরপুর নিউজকে বলেন,আহত শিশু ময়নার অবস্থা আশংকাজনক। সে মাথায় সহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়,আজ শুক্রবার বেলা ১১ টার দিকে মুজিবনগর উপজেলার মোনাখালি ইউনিয়নের বিশ্বনাথপুর গ্রামের মৃঠুলের শিশু কন্যা ময়না(০৫) নানার বাড়ি থেকে বাহির হয়ে বাড়ি ফেরার উর্দ্দেশ্য পুরন্দরপুর দক্ষিণপাড়া সমাজকল্যান সমিতির সামনের সড়কে রাস্তা পার হচ্ছিল। এসময় মেহেরপুর থেকে আসা একটি দ্রুতগামি মোটরসাইকেল তাকে ধাক্কা মারলে সে ছিটকে রাস্তার পাশে পড়ে যায়। পথচারীরা তাকে রক্তাক্ত অবস্থায় দ্রুত উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেয়। এসময় আহত হয় দু’মোটরসাইকেল আরোহীও।
