মেহেরপুর নিউজ:
মেহেরপুরের পুলিশ সুপার হিসেবে মাকসুদা আখতার খানম যোগদান করেছেন। মঙ্গলবার সকালে তিনি পুলিশ সুপার হিসেবে যোগদান করেন।
মঙ্গলবার সকালে নবাগত পুলিশ সুপার মাকসুদা আখতার খানম পুলিশ সুপারের কার্যালয়ে এসে পৌঁছালে মেহেরপুর পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করেন।
নবাগত পুলিশ সুপার সালাম গ্রহণ করেন। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার কামরুল আহসান, আব্দুল করিম প্রমুখ উপস্থিত ছিলেন। পরে পুলিশ সুপার পুলিশ লাইনে নিয়োগ পরীক্ষা সংক্রান্ত একটি সভায় যোগদান করেন। এদিকে এর আগে সোমবার দিবাগত রাতে নবাগত পুলিশ সুপার মাকসুদা আখতার খানম মেহেরপুরে এসে পৌঁছান। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে স্বাগত জানান।