মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৭মার্চ:
মেহেরপুর জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে মেহেরপুর সরকারী উচ্চ বালক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত প্রথম বিভাগ ক্রীকেট লীগের খেলায় শনিবার যাদবপুর তরুন ক্রীড়াচক্র ৫ উইকেটে জয়লাভ করেছে ।
বুড়িপোতা সবুজ সংঘ বনাম যাদবপুর তরুন ক্রীড়া চক্র -এর মধ্যকার খেলায় টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে বুডিপোতা সবুজ সংঘ ২৫ ওভার ১ বলে ১ শ ১৫ রান করে অল আউট হয়ে যায় ।
জবাবে যাদবপুর তরুন ক্রীড়া চক্র ১৭ ওভার ৩ বলে ৫ উইকেট হারিয়ে ১’শ১৬ রান করে জয়ের লক্ষে পৌছে যায় । ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন ৫২ রান ২ উইকেট নিয়ে যাদরপুর তরুন ক্রীড়া চক্রের সম্রাট । অ্যাম্পায়ার হিসাবে দায়িত্ব পালন করেন রাসেল ও রোকন।