মেহেরপুর নিউজ:
মেহেরপুর পৌর সভার মেয়র মাহফুজুর রহমান রিটনের ব্যক্তিগত উদ্যোগে মেহেরপুরের প্রাক্তন ক্রিকেটারদের মধ্যে প্রীতি ক্রিকেট খেলার আয়োজন করা হয়।
শনিবার মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে এ প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়। প্রীতি ক্রিকেট খেলায় প্রাক্তন ক্রিকেটার টাইগার একাদশ জয় লাভ করে। খেলায় প্রাক্তন ক্রিকেটার টাইগার একাদশ ৫ উইকেটে ক্রিকেটার লায়ন একাদশকে পরাজিত করে। লায়ন একাদশের অধিনায়ক এমদাদুল হক টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন, প্রথমে ব্যাট করতে নেমে লায়ন একাদশ নির্ধারিত ২০ ওভারে ১৪৯ রান সংগ্রহ করে।
দলের পক্ষে কালাম সর্বোচ্চ ৩০ মিলন ২৯ ও শাহিনুর রহমান রিটন ২১ রান সংগ্রহ করেন। টাইগার্স একাদশের ওয়াহেদ ৪টি, শরাফউদ্দিন ৩টি উইকেট লাভ করেন। জবাবে খেলতে নেমে টাইগার একাদশ পৌর মেয়র মাহফুজুর রহমান রিটনের ৪০ রানের উপর ভর করে ২০ ওভারে ৫ উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করেন।
খেলায় মাহফুজুর রহমান রিটন অপরাজিত ৪০,শরফুদ্দিন ৩৬ এবং জুয়েল ৩১ রান সংগ্রহ করেন।খেলায় পৌরমেয়র মাহফুজুর রহমান রিটন ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন। এর আগে প্রাক্তন ক্রিকেটারগন সরকারি বালক উচ্চবিদ্যালয় মাঠে এসে উপস্থিত হলে সেখানে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।
পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন পুরাতন খেলোয়াড়দের মাঝে জার্সি বিতরণ করেন। পরে এম কে এস পির খুদে ক্রিকেটাররা প্রাক্তন ক্রিকেটারদের সাথে নিয়ে মাঠে প্রবেশ করেন। এ সময় সেখানে জাতীয় সংগীত পরিবেশন করা হয়।