মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলার আমঝুপি পাবলিক ক্লাব ও লাইব্রেরির উদ্যোগে অনুষ্ঠিত ফজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টে মদনা ডাঙ্গা পূর্ণিমা ক্লাব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।
শুক্রবার অনুষ্ঠিত তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনাল খেলায় মদনা ডাঙ্গা পূর্ণিমা ক্লাব ১-০ গোলে চৌগাছা ইয়ং স্টার ক্লাব কে পরাজিত করে।
খেলার প্রথমার্ধে তরু গোলটি করেন। এদিকে খেলা শেষ হওয়ার ৩ মিনিট আগে মদনাডাঙ্গার অধিনায়ক এমদাদ অখেলোয়ার সুলভ মনোভাবের পরিচয় দেওয়া তাকে লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দেয়া হয়।
খেলা শেষে মেহেরপুর সদর উপজেলা চেয়ারম্যান অ্যাড. ইয়ারুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
আমঝুপি ইউনিয়নের চেয়ারম্যান বোরহান উদ্দিন আহমেদ চুন্নুর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমদহ ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম, বুড়িপোতা ইউনিয়নের চেয়ারম্যান শাহ জামাল,গাংনী পৌর সভার প্যানেল মেয়র নবিরুল ইসলাম, অবসরপ্রাপ্ত শিক্ষক মাসুদুল হাসান, সাংবাদিক রফিকুল আলম।
পরে প্রধান অতিথি চ্যাম্পিয়ন দল কে গরু এবং রানার আপ দলকে ছাগল তুলে দেন। খেলায় চ্যাম্পিয়ন দলের তরু সেরা খেলোয়াড়ের পুরস্কার লাভ করেন।