মেহেরপুর নিউজ:
মেহেরপুর শহরের বড় বাজারের রাস্তার কাজ করে এক শ্রমিকের গায়ে গরম পানি ঢেলে দেওয়া রিপন নামের এক শ্রমিক আহত হয়েছে। তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
আহত রিপন মেহেরপুরের মুজিবনগর উপজেলার দারিয়াপুর গ্রামের পাতাড়ীর ছেলে। ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। এজাহারে জানাযায়, মেহেরপুর পৌরসভার উদ্যোগে বড়বাজার এলাকায় রাস্তার কাজ চলাকালে বড় বাজার এলাকার মাবুদ হোসেনের ছেলে রবিন এসে শ্রমিক খন্দকার নাফিজুর জামানকে বলে তোর ঠিকাদারকে ৫ লক্ষ টাকা চাঁদা দিতে বলবি। চাঁদা না দিলে এখানে কাজ করা যাবে না।
এ সময় খন্দকার নাফিজুর জামানের সঙ্গে থাকা অন্য শ্রমিক রিপন এর প্রতিবাদ করায় মাবুদ কেটলিতে করে গরম পানি এনে রিপনের গায়ে ঢেলে দেয়। এ বিষয়ে খন্দকার নাফিজুর জামান বাদী হয়ে মেহেরপুর সদর থানায় একটি মামলা