মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলার বামনপাড়া সিডিপি’র উদ্যোগে শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত মেহেরপুর সদর উপজেলার বামনপাড়া দাস সম্প্রদায়, মেহেরপুর শহরের হালদারপাড়া, সদর উপজেলার সহগল পুর, গাংনী উপজেলার গাড়াবাড়িয়া এবং মুজিবনগর উপজেলার ভবের পাড়া গ্রামের অসহায়-দুস্থ বেদে, হিজড়া সহ বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। সিডিপি’র কো-অর্ডিনেটর জন পি বিশ্বাস উপস্থিত থেকে ২৫০ জনের মাঝে এসকল শীতবস্ত্র বিতরণ করেন।