মো: আবু আক্তার,মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৯ ডিসেম্বর:
মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা বিজিবি ক্যাম্পের উদ্যেগে বিজিবি দিবস পালনের অংশ হিসেবে সীমান্তে মাদক ও চোরাচালানী,নারী ও শিশুপাচার বিরোধী সহ অবৈধ অনুপ্রবেশ সম্পর্কে জনগনকে উদ্ধুদ্ধকরনের লক্ষে আলোচনা ও উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বিকেল ৩ টায় মেহেরপুর জেলার সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়নের শালিখা হাইস্কুল মাঠে অনুষ্ঠিত আলোচনা ও উদ্ধুদ্ধকরন সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুষ্টিয়া সেক্টরের সেক্টর কমান্ডার লে: কর্নেল মো: নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৩২ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক হামিদুন নবী। সভাপতিত্ব করেন বুড়িপোতা বিজিবি ক্যাম্পের সুবেদার।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,সীমান্তে মানুষ হত্যা বন্দ্ধে চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে। অচিরেই এর সুফল দেখতে পাবেন। এছাড়াও জনগন যদি সাথে থাকে তাহলে বিজিবি অবশ্যই সীমান্তে মাদকের চোরাচালানী এবং এর ব্যবহার প্রতিরোধ করতে সক্ষম হবে। তিনি জনগনকে রাতে তার কাঁটার বেড়া’র পাশে না যাওয়ার অনুরোধ জানান।
