মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৮ জানুয়ারী:
মেহেরপুর সদর উপজেলার বেলতলাপাড়ায় সড়ক দূর্ঘটনায় মারা গেছে মিঠুন (২০) নামের এক ব্যক্তি। জানা যায়, শুক্রবার সকালে মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের বেলতলাপাড়ার শহরউদ্দিনের ছেলে পার্শ্ববর্তী শ্যামপুর গ্রাম থেকে বাড়ি ফেরার পথে বেলতলাপাড়া-শ্যামপুরের মাঝমাঝি স্থানে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছের সাথে ধাক্কা মারে । রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। রাজশাহী নেয়ার পথে বিকেলে সে মারা যায়।