আপডেট
মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৯ জানুয়ারী:
মেহেরপুর শহরের প্রাণকেন্দ্রের বোসপাড়ায় অবস্থিত “জয়” নামের একটি সামাজিক সংগঠনের অফিস জ্বালিয়ে দিয়েছে দুবৃত্তরা। অগ্নিকান্ডে পুড়ে ছাই হয়ে গেছে অফিস কক্ষে থাকা টেলিভিশন,সিলিং ফ্যান সহ নানা মালামাল। ধারনা করা হচ্ছে,জেলা যুবলীগের সাবেক সাধারন সম্পাদক খন্দকার আব্দুল্লাহ আল মামুন হত্যাকান্ডের জের হিসেবে কিংবা ঘটনার মোড় অন্য দিকে ঘুড়াতে হত্যাকারীরা পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে। এ ব্যাপারে মামলা করার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন সংগঠনের সাধারন সম্পাদক মাহফুজুর রহমান রিটন।
মেহেরপুর সদর থানার ওসি বলেন,বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এটা নাশকতা নাকি পরিকল্পিত ঘটনা।
জানা যায়,মঙ্গরবার ভোররাতের দিকে দুবৃত্তরা শহরের বোসপাড়ার কদমতলার পুকুরপাড়ে অবস্থিত “জয়”সংগঠনের অফিস জ্বালিয়ে দেয় দুবৃত্তরা। পরে সংবাদ পেয়ে সকালে ঘটনাস্থলে ছুটে যায় সংগঠনের প্রতিনিধিরা এবং পুলিশ।
সংগঠনের সাধারন সম্পাদক মাহফুজুর রহমান রিটন বলেন,আমাদের ধারণা প্রতিহিংসা পরায়ন হয়ে কে বা কারা এ ঘটিয়ে থাকতে পারে।
উল্লেখ্য,সংগঠনটি সভাপতির দায়িত্বে রয়েছেন জেলা যুবলীগের বর্তমান সাধারন সম্পাদক সাজ্জাদুল আনাম এবং সেক্রেটারীর দায়িত্বে রয়েছেন সন্ত্রাসীদের বোমা হামলায় নিহত পৌর কাউন্সিলর রিপনের ছোট ভাই মাহফুজুর রহমান রিটন ।