মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১০ জানুয়ারী:
মেহেরপুরের ভাষা সৈনিক নজির আহমেদ ব্রেনস্ট্রোক করে গুরুতর অসুস্থ্যাবস্থায় প্রথমে মেহেরপুর জেনারেল হাসপাতালে পরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশংকাজনক। এই পরিস্থিতিতে তার পরিবার সরকারের কাছে সাহায্য কামনা করেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার সাড়ে ১০ টার দিকে সদর উপজেলার পিরোজপুর গ্রামের তার নিজ বাসভবনে হঠাৎ সে অসুস্থ্য হয়ে পড়লে জরুরী অবস্থায় মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। কর্তব্যরত ডাক্তার তার ব্রেনস্ট্রোক করেছে বলে চিকিৎসা দেয়। সকালে তার অবস্থার অবনতি হলে আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার দিকে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার করা হয়।
নজির আহমেদ ১৯৫২ সালে মাতৃভাষার জন্য ভাষা আনোদলনে সক্রিয় অংশ গ্রহণ করে এবং ভাষা সৈনিকের স্বীকৃতি পায়। তার সুস্থ্যতা কামনা করে দেশবাসীর কাছে দোয়া কামনা করেছে তার পরিবার।
