নিজস্ব প্রতিনিধি:
মেহেরপুর সদর উপজেলার গোভীপুর ভৈরব ক্লাবের উদ্যোগে গোভীপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফুটবল টুর্নামেন্টে রায়পুর জাগরনী ক্লাব জয়লাভ করেছে।
শনিবার অনুষ্ঠিত খেলায় রায়পুর জাগরনী ক্লাব ৪-০ গোলে ধলা একাদশকে পরাজিত করে। বিজয়ী দলের মানিক হ্যাট্রিক ও লিজন অপর গোলটি করেন। খেলাটি প্ররিচালনা করেন আলমগীর হোসেন লাল্টু। তাকে সহযোগিতা করেন সুমন ও জাহাঙ্গীর হোসেন।