মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৬ আগস্ট:
মেহেরপুরের পুরাতন মদনাডাঙ্গা গ্রামে মানষিক সমস্যার কারণে আত্নহত্যা করেছে মামুন জোয়ার্দ্দার নামের এক ব্যবসায়ী। পুলিশ ঘটনাস্থল থেকে লাম উদ্ধার করে পরিবারের নিকট হস্তান্তর করেছে।
মেহেরপুর সদর থানার এস আই কামাল মেহেরপুর নিউজকে বলেন,নিহত মামুন মানষিক রোগী ছিলেন। পরিবারের লোকজন এ তথ্য জানিয়েছে।
আমঝুপি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বোরহানউর্দ্দীর চুন্ন মেহেরপুর নিউজকে বলেন,মামুন দীর্ঘদিন ধরে মানষিক রোগে ভূগছিল। একারণে সে আত্নহত্যা করে থাকতে পারে।
আজ সোমবার সকালে পুরাতন মদনাডাঙ্গা গ্রামের মৃত ইউসুফ জোয়ার্দ্দারের ছেলে ব্যবসায়ী সকালে পরিবারের সদস্যদের কথাকাটাকাটি শেষে বাড়ি থেকে বের হয়। পরে পথচারীরা আমঝুপি-মদনাডাঙ্গা সড়কের পাশে নিজ আমবাগানে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পেয়ে পরিবারকে সংবাদ দেয়। পরিবারের লোকজন পুলিশের সহায়তায় তার লাশ উদ্ধার করে বাড়ি নিয়ে আসে।