মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৪ ডিসেম্বর:
মেহেরপুরের মুজিবনগর উপজেলার মহাজনপুর বাজারে সড়ক দুর্ঘটনায় মেহেরপুর তহবাজার সমিতির যুগ্ন সম্পাদক মনি সহ ৬ জন আহত হয়েছে। আহতরা হলেন বিমান (২৩), মনি (২৫), শোভন (২৩) রবিউল (৪৫), জামিরুল (৩২) ও আওয়াল। আহতরা বর্তমানে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। হাসপাতালে দায়িত্বরত চিকিৎসক মেহেরপুর নিউজকে জানান, আহতরা সকলে আশংকা মুক্ত।
জানা গেছে, শুক্রবার বিকেলে মেহেরপুর শহরের মন্ডল পাড়ার জিয়ারুলের ছেলে বিমান, খোকনের ছেলে শোভন এবং মেহেরপুর তহবাজার ব্যাবসায়ী সমিতির যুগ্ন সম্পাদক ক্যাশব পাড়ার ভন্তার ছেলে মনি ব্যাক্তিগত কাজ শেষে মহাজনপুর থেকে মোটরসাইকেল যোগে মেহেরপুরে আসছিল। এসময় মেহেরপুর থেকে মহাজনপুরগামী একটি মোটরসাইকেলের মুখোমুখি সংর্ঘষ হলে মোটরসাইকেলে থাকা উভয়ে রাস্তার ওপরে ছিটকে পড়ে। পথচারীরা আহতদের রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে আসে।
