মুজিবনগর অফিস:
বহু ভাষায় স্বাক্ষরতা’ উন্নত জীবনের নিশ্চয়তা” এই প্রতিপাদ্য নিয়ে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস ৮ সেপ্টেম্বর ২০১৯ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে রবিবার সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলা পরিষদ চত্তর থেকে একটি র্যালি বের করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার উসমান গনীর নেতৃত্বে র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।
এ সময় উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম মোল্লা, বাগোয়ান ইউনিয়নের চেয়ারম্যান আয়ুব হোসেনসহ উপজেলার সকল দপ্তরের কর্মকর্তাবৃন্দ, ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উক্ত র্যালীতে অংশ নেন।
পরে উপজেলা পরিষদ মিলনয়াতনে উপজেলা নির্বাহী অফিসার উসমান গনীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।