মেহেরপুর মুজিবনগর উপজেলায় ইসলামিক ফাউন্ডেশনের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুর সাড়ে ১১ টার দিকে মুজিবনগর উপজেলা কেদারগন্জ বাজারে রিসোর্ট সেন্টার মিলনায়তনে এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
মেহেরপুর জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক একেএম শাহীন কবিরের সভাপতিত্বে উক্ত সমন্বয় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার উসমান গনী।
সমন্বয় সভায় মুজিবনগর উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মুহাম্মদ তাওহীদুল ইসলামের সঞ্চালনায় অন্যদের মধ্যে মডেল কেয়ারটেকার মোহাম্মদ আলীসহ ইসলামিক ফাউন্ডেশনের সদস্যবৃন্দ ও মসজিদভিত্তি শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।