নিজস্ব প্রতিনিধি:
মেহেরপুর মুজিবনগর উপজেলায় ৪১ বোতল ফেন্সিডিলসহ একটি ইজিবাইক জব্দ ও সাজেদুল ইসলাম (৩৩) নামের ১ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি।
শুক্রবার সকাল সাড়ে নয়টার দিকে মুজিবনগর উপজেলার গোপালনগর যাত্রী ছাউনির কাছ থেকে তাকে আটক করা হয়। আটককৃত সাজেদুল ইসলাম একই উপজেলার বাগোয়ান গ্রামের মৃত,ছয়মদ্দীন শেখ এর ছেলে।
মুজিবনগর কোম্পানির আনন্দবাস সিমান্তফাড়ী ক্যাম্পের হাবিলদার নাসির উদ্দীনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে তাকে আটক করা হয়। হাবিলদার নাসির উদ্দীন জানান,শুক্রবার সকালে আনন্দবাস গ্রামে নিয়মিত টহল চলাকালীন সময়ে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি আসামী তার নিজ ইজিবাইকে করে ফেন্সিডিল নিয়ে মেহেরপুরে দিকে যাচ্ছে।
পরে আমরা পিছু লেগে গোপালনগর যাত্রী ছাউনির কাছে তার গাড়ি তল্লাশী করে ৪১ বতল ফেনসিডিল পাওয়া যায়। এ সময় তাকে ফেনসিডিল সহ হাতেনাতে আটক করা হয়। এবং তার সাথে থাকা ইজিবাইক জব্দ করা হয়।
এ বিষয়ে শুক্রবার রাতে মুজিবনগর থানায় মাদকদ্রব্য আইনে মামলা দেওয়া হয়েছে।