মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৫ আগস্ট:
স্কুল ছাত্রীকে ব্লাক মেইলিং করে পর্ণ ছবি তৈরীর অপরাধে ছবির নায়ক সাজু (২২) ও তার সহযোগী কাইজুল হাসান(২৩) কে ১৩ মাসের জেল দিয়েছে ভ্রাম্যমান আদালত। ছবির নায়ক মোনাখালি গ্রামের আখের আলীর ছেলে সাজুকে ১ বছরের জেল এবং তার সহযোগী একই গ্রামে বাবর হোসেনের ছেলে কাইজুল হাসানকে ৩ মাসের জেল দিয়েছে আদালত। কিন্তু নগ্ন ছবি মজুদ ও বাজারজাত করণের অভিযোগে অভিযুক্ত মোনাখালি বাজারের লিটন কম্পিউটার সেন্টারের মালিককে আটক করতে পারেনি পুলিশ। পুলিশ জানিয়েছে,দোকানের মালিক পলাতক রয়েছে।
ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্ট্রেট মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোক্তার হোসেন এ কারাদন্ডাদেশের রায় দেন। মুজিবনগর থানা পুলিশ সাজাপ্রাপ্তদের তাৎক্ষনিক কারাগারে পাঠিয়ে দিয়েছে।
আজ সোমবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে মুজিবনগর থানার ওসি রবিউল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে দারিয়াপুর উপজেলার মোনাখালি বাজারে অভিযান চালায়। পুলিশ বাজার থেকে সাজু ও কাইজালকে আটক করে ভ্রাম্যমান আদালতকে সংবাদ দেয়। ভ্রাম্যমান আদালত ঘটনাস্থলে উপস্থিত হয়ে জনসম্মুখে আটক দু’জনকে কারাদন্ডাদেশের রায় দেয়। এসময় মেহেরপুরে অতিরিক্ত পুলিশ সুপার সার্কেল আব্দুল জলিল উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্ট্রেট মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোক্তার হোসেন মেহেরপুর নিউজকে বলেন,সিনেমা পর্ণগ্রাফি আইনের আওতায় এই জেল জরিমানা করা হয়েছে।
উল্লেখ্য,সম্প্রতি আটক সাজু ও তার সহযোগী কাইজুল দারিয়াপুর বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী চুমকি’র সাথে নিয়ে তার অজান্তে নগ্ন ছবি করে বাজারে ছেড়ে দেয়। বেশ কয়েকদিন যাবৎ মোনাখালি বাজারের কম্পিউটার শো-রুম লিটন কম্পিউটার এই সিডির বাজারজাত শুরু করে। মেয়ে পক্ষ থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ আজ সোমবার তাদের আটক করে।