মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১২ মার্চ:
মেহেরপুর সদর উপজেলার রঘুনাথপুর গ্রামে গরুর শিং এর আঘাতে মারাত্নক আহত হয়েছে কাশেম(৬০) নামের এক বৃদ্ধ। আহত কাশেম মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
মেহেরপুর জেনারেল হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক মেহেরপুর নিউজকে জানান,আহত কাশেমের লিঙ্গে’র নিচের অংশে প্রচন্ড আঘাত লেগেছে। লিঙ্গের নিচের অংশে ১২টি সেলাই হয়েছে। প্রচন্ড রক্তক্ষরনও হয়েছে। অবস্থা আশংকাজনক।
জানা যায়,আজ সোমবার রাত আনুমানিক ৮ টার দিকে মেহেরপুর সদর উপজেলার রঘুনাথপুর গ্রামের ইকার আলীর ছেলে কাশেম(৬০) নিজ গোয়ালে গরু উঠাতে যায়। এসময় একটি গরু ক্ষিপ্ত হয়ে শিং দিয়ে তার লিঙ্গে প্রচন্ড ভাবে আঘাত করে। আঘাত পেয়ে সে চিৎকার করে উঠলে বাড়ির লোকজন তাকে রক্তাক্ত অবস্থায় সেখান থেকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেয়।
