শহিদুল ইসলাম, মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৯ এপ্রিল:
মেহেরপুর সদর উপজেলার রাজনগর দিনদত্ব ব্রিজের নিকট এক সড়ক দূর্ঘটনায় স্বার্থক মোড়ল (৭৩) নামের এক বৃদ্ধ মারা গেছে । বুধবার দুপুর আড়াইটার দিকে ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে যাওয়ার পথে মানিকগঞ্জে এসে পৌছালে স্বার্থক মোড়লের মুত্যু হয়।
এদিকে একই ঘটনায় আহত হয়েছে আরো ২ জন তারা হলো: আমঝুপি উত্তরপাড়ার মৃত সাত্তার শেখের ছেলে টিপু ও কাশেমের ছেলে ফিরোজ। আহতরা বর্তমানে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
জানা গেছে, বুধবার সকাল ৭টার দিকে আমঝুপি হাটপাড়ার মৃত ঠান্ডু শেখের ছেলে স্বার্থক মোড়ল মোটরসাইকেল যোগে দিনত্ত ব্রিজের নিকট তার নিজ জমি দেখার উদ্যোশে রওয়ানা রওয়ানা হয়। এ সময় সে দিনদত্ত ব্রিজের নিকট পৌছালে অপরদিক থেকে আসা আমঝুপির টিুপু ও ফিরোজ অপর একটি মোটরসাইকেল নিয়ে বিপরীত দিক থেকে আসছিলো। এ সময় তারা নিয়ন্ত্রন হারালে উভয় মোটরসাইকেল সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে স্বার্থক মোড়লসহ টিপু ও ফিরোজ আহত হয়। এ সময় স্থানীয়রা তাদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক স্বার্থক মোড়লকে ঢাকায় রেফার্ড করে।
এদিকে নিহত স্বার্থক মোড়লের পরিবার থেকে জানা গেছে, আগামীকাল বৃহস্পতিবার সকাল ৯টায় আমঝুপি কবরস্থানে জাানাযা শেষে তার লাশ দাফন করা হবে।
