মেহেরপুর নিউজ:
মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলা রাজনগর গ্রামে সুখরঞ্জন ও বকুল রানী সরকার স্মৃতি ফুটবল টুর্নামেন্টে বর্শিবাড়িয়া ফুটবল একাদশ ২ গোলে জয়ী হয়েছে।
মঙ্গলবার বিকালে রাজনগর স্কুল মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। ৭০ মিনিটের খেলায় টান টান উত্তেজনায় বর্শিবাড়িয়া ফুটবল একাদশ ১-১ গোল করে ভগিরাতপুর ফুটবল একাদশ দল খেলায় ড্র করে। পরবর্তীতে খেলা শেষে ট্রাইব্রেকারে খেলা বর্শিবাড়িয়া ফুটবল একাদশ ৫-৩ গোলে ভড়িরাতপুর ফুটবল একাদশকে পরাজিত করে।
খেলা শেষে ম্যান অব দা ম্যাচ ও সেরা গোলদাতা সহ তিন জনকে প্রাইজবন্ড দিয়ে পুরস্কৃত করা হয়। খেলাটি পরিচালনা করেন জহির উদ্দিন, ইমাদুল ইসলাম, হাসিবুল ইসলাম। খেলাটির সার্বিক সহযোগীতায় ছিলেন সুধাংশু মোহন সরকার ও শ্রমতি ভারতী রানী সরকার।
এসময় খেলা পরিচালনা কমিটির সাধারন সম্পাদক রবিউল ইসলাম, সাবেক ইউপি সদস্য আলিহিম, সাবদার আলী সহ খেলা দেখতে আসা হাজার হাজার দর্শক খেলাটি উপভোগ করেন।