মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৯ জুন:
মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়নের রাজাপুর গুচ্ছুগ্রাম থেকে ৪৪ গ্রাম হেরোইন সহ আমানুল (৪৫) রাসেল (৩৫) নামের দুই মাদক ব্যাবসায়ী কে আটক করেছে র্যাব -৬ গাংনী ক্যাম্পের সদস্যরা ।
র্যাব জানায় আটককৃত হেরোইনের আনুমানিক মূল্য ৪ লাখ টাকার মতন। আটককৃতরা পুলিশ হেফাজতে রয়েছে। এ ব্যাপারে মেহেরপুর সদর থানায় একটি মামলা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
মঙ্গলবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সদর উপজেলার রাজাপুর গুচ্ছুগ্রামের আজিজুলের বাশঁবাগানের ভিতর থেকে বুড়িপোতা খালপাড়া নবীন নগর গ্রামের আতাহারের ছেলে আমানুল ও রাজাপুর গুচ্ছুগ্রামের মৃত জামাত আলীর ছেলে রাসেল কে ৪৪ গ্রাম হেরোইন সহ তাদের কে আটক করে র্যাব।
গাংনী র্যাব ক্যাম্প কমান্ডার র্যাব লে: সাজ্জাদ রায়হান জানান- মঙ্গলবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি ভারত থেকে হেরোইন পাচার করে বাংলাদেশে নিয়ে আসছে মাদক ব্যাবসায়ীরা।এমন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার রাজাপুর গুচ্ছু গ্রামের জনৈক আজিজুলের বাশঁবাগানে বিকাল থেকে র্যাব সদস্যরা ওৎ পেতে থাকে। বিকাল ৫ টার সময় ভারত থেকে হেরোইন পাচার করে আমানুল ও রাসেল নামের দুই মাদক ব্যাবসায়ী রাজাপুর গুচ্ছু গ্রামের আজিজুলের বাশঁবাগানের ভিতরে প্রবেশ করলে র্যাব সদস্যরা তাদের কে আটক করে। এ সময় তাদের শরীল তল্লাশী করে ৪ লাখ টাকা মূল্যর ৪৪ গ্রাম হেরোইন উদ্ধার করে র্যাব ।