মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৩ জুন:
মেহেরপুর সদর উপজেলার দক্ষিণ শালিকা গ্রামের শুকুর আলী (০৫) নামের এক শিশু নছিমন থেকে পরে গিয়ে আহত হয়েছে। বর্তমানে সে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
মেহেরপুর জেনারেল হাসপাতালের দায়িত্বরত ইমারজেন্সি মেডিকেল অফিসার ডা: অলোক কুমার দাস জানান,আহত শুকুর আলীর ডান হাত ভেঙ্গে গেছে। বর্তমানে তার অবস্থা আশংকাজনক।
জানাগেছে,আজ বুধবার সকালে মেহেরপুর থেকে সদর উপজেলার দক্ষিণ শালিকা গ্রামের শুকুর আলী সিমেন্ট বোঝায় নছিমনের উপরে বসে শালিকা গ্রামে যাওয়ার সময় শালিকা গ্রামের ভিতরে পৌছালে অসাবধানত বসত শুকুর আলী সিমেন্ট বোঝায় নছিমনের উপর থেকে পরে গেলে স্থানিয় গ্রামবাসি তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে।