মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৮ সেপ্টেম্বর:
মেহেরপুর ১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মো: জয়নাল আবেদীন মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের শুভরাজপুর গ্রামের সন্ত্রাসীদের হাতে নিহত স্কুল শিক্ষক আব্দুল হালিম ও অপহৃত আতাউরের পরিবারকে সান্তনা দিতে তাদের বাড়িতে যান।
আজ রোববার বিকালে সংসদ সদস্য জয়নাল আবেদীন আতাউরের মা এবং আব্দুল হালিমের স্ত্রী ও সন্তানের সাথে কথা বলেন। সংসদ সদস্য এ সময তাদের সান্তনা দিয়ে বলেন,যে কোনো উপায়ে আতাউরকে উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে।যত দ্রুত সম্ভব তাকে ফিরিয়ে আনা হবে।সংসদ সদস্য সকলকে ধৈর্য্য ধরার আহবান জানান।
এদিকে এর আগে, মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের শুভরাজপুর গ্রামের মোড়ে এক পথসভায় মেহেরপুর ১ আসনের সংসদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মো: জয়নল আবেদীন বলেছেন,যে কোনো মূল্যে মেহেরপুরের আইন শৃক্সখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে হবে।তিনি বলেন,বর্তমান সরকারকে হেয় প্রতিপন্ন করতে অনেকেই হিংসাত্মক কর্মকান্ডে লিপ্ত হচ্ছে। তাদের এই হিংসাত্মক কর্মকান্ডকে প্রতিহত করতে হবে। আইনশৃক্সখলা সংক্রান্ত পথসভায় আরো বক্তব্য রাখেন রামদাসপুর ক্যাম্প ইনচার্জ এএসআই আশরাফ।
উল্লেখ্য, গত ৪ সেপ্টেম্বর রাতে একদল সন্ত্রাসী দক্ষিন আফ্রিকা প্রবাসি শুভরাজপুর গ্রামের আব্দুল আলিপ হোসেনের ছেলে আতাউরকে অপহরন করে নিয়ে যাওয়ার সময় প্রতিবেশী স্কুল শিক্ষক আব্দুল হালিম তাদের বাধা দিতে গেলে সন্ত্রাসীরা আব্দুল হালিমকে গুলি করে হত্যা করে।