মেহেরপুর নিউজ ২৪ ডট কম, ০৯ এপ্রিল:
মেহেরপুর শহরের শেখপাড়ায় বাড়ির পাশের একটি আম গাছ থেকে পড়ে মিলন নামের এক শিশু মারাত্মক আহত হয়েছে। আহত মিলন শেখপাড়ার ফারুকের ছেলে। বুধবার সকালের দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, বুধবার সকালের দিকে পাশে একটি অামগাছে উঠে খেলা করার সময় অসাবধানবশত মিলন নিচে পড়ে যায় । এতে সে মারাত্মক আহত হয়। পরে তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
অপরদিকে, মেহেরপুর সদর উপজেলার ঝাউবাড়িয়া গ্রামে পাওয়ার ট্রিলার থেকে পড়ে রুস্তুম আলী নামের এক কৃষক আহত হয়েছে। আহত কৃষক এক্ গ্রামের আজিমদ্দিনের ছেলে। বুধবার সকালে নিজ বাড়ি থেকে পাওয়ার ট্রিলার যোগে মাঠে আসছিলো পথিমধ্যে পাওয়ার ট্রিলার থেকে পড়ে সে আহত হয়।