মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৫ জানুযারী :
মেহেরপুর জেলা শহরের অদূরে গোভিপুর গ্রামে শ্বশুরবাড়ি থেকে একটি রিভলবার ও অত্যাধুনিক চাকু সহ একাধিক মামলার আসামী শীর্ষসন্ত্রাসী ও চিন্থিত ফেন্সিডিল ব্যবসায়ী শহরের শেখ পাড়ার আলিফ আরাফাত খাঁনকে আটক করেছে র্যাব-৬ গাংনী ক্যাম্পের সদস্যরা। তাকে জিজ্ঞাসাবাদের জন্য র্যাব ক্যাম্পে রাখা হয়েছে বলে র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে। র্যাব আরোও জানায়,আজ বুধবার সকাল ১০ টার দিকে আটক আলিফকে সাংবাদিকদের মুখোমুখি করা হবে।
র্যাব-৬ গাংনী ক্যাম্প কমান্ডার লে:ক:(বিএন) সাজ্জাদ রায়হান বলেন,আটক আলিফ একাধিক মামলার আসামী সহ সে জেলার একজন শীর্ষসন্ত্রাসী ও চিন্থিত ফেন্সিডিল ব্যবসায়ী। তার বিরুদ্ধে মেহেরপুরের তিন থানায় একাধিক মামলা রয়েছে। সে সেনাবাহিনীতে চাকুরীকালিন অবস্থায় পালিয়ে এসে ছিলো। পরে সেনাবাহিনী তাকে আটক করে জেল হাজত রাখার পর চাকরি থেকে বরখাস্ত করে।
র্যাব জানায়,মঙ্গরবার দিবাগত রাত সাড়ে ৪ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৬ গাংনী ক্যাম্পের সদস্যরা মেহেরপুর জেলা শহরের শেখ পাড়ার নাজিদুর্দ্দিন খাঁন এর ছেলে আলিফ আরাফাত খাঁনের বাড়িতে হানা দেয়। সেখানে তাকে না পেয়ে র্যাব সদস্যরা তার শ্বশুরালয় বুড়িপোতা ইউনিয়নের গোভিপুর পশ্চিম পাড়ার কবির খন্দকারের বাড়িতে হানা দেয়। র্যাব সদস্যরা শ্বশুরবাড়ি থেকে তাকে একটি রিভলবার ও অত্যাধুনিক চাকু সহ আটক করে র্যাব ক্যাম্পে নিয়ে আসে।
আলিফের পারিবারিক সূত্রে জানা যায়,আটক আলিফ প্রথমে মেহেরপুর সদর উপজেলার আমঝুপি গ্রামের তোসাদ্দেক আলীর মেয়ে তারানা বেগমকে বিয়ে করলেও তাকে ডিভোর্স দেয়। কারাগার থেকে মুক্তি পাওয়ার পর একই উপজেলার বুড়িপোতা ইউনিয়নের গোভিপুর পশ্চিম পাড়ার কবির খন্দকারের বিধবা মেয়ে নুরুন্নাহার লুনাকে দ্বিতীয় বিয়ে করে। দ্বিতীয় স্ত্রী লুনাকে দিয়ে জোর করে ফেনসিডিলসহ মাদক ব্যবসা চালিয়ে আসছিল।
কমান্ডার লেঃ সাজ্জাদ রায়হান আরোও জানান, সম্প্রতি লুনা তার স্বামীর হাত থেকে বাঁচতে ৬ বোতল ফেনসিডিলসহ নিজে পুলিশের কাছে ধরা দেয়। এ ঘটনায় লুনাকে জামিন করতে না পেরে স্ত্রীকে প্যারোলে মুক্তি নেয়ার জন্য গত ১৮ জানুয়ারি রাতে লুনার বৃদ্ধা মা সাহার বানু (৬০) কে অপর সহযোগী মিজান উদ্দীনসহ বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে আলিফ।