মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৫ মে:
মেহেরপুর সদর উপজেলার শোলমারি সীমান্তের ১২৮ নং মেইন পিলার সংলগ্ন মাঠ থেকে অজ্ঞাত এক ব্যক্তির ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করেছে মেহেরপুর সদর থানা পুলিশ।পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেহেরপুর মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে মেহেরপুর সদর থানায় একটি সাধারন ডায়েরী হয়েছে।
মেহেরপুর সদর থানার ওসি জাহাঙ্গীর আলম জানান,লাশের পরিচয় এখন পর্যন্ত জানা যায়নি। লাশের সন্দ্ধানে কেউ পুলিশের কাছে আসেনি। যদি লাশের পরিচয় পাওয়া না যায় তাহলে তা বেওয়ারিশ হিসেবে দাফন করা হবে।
জানাগেছে, বৃহস্পতিবার সকালে শোলমারি সিমান্তের ১২৮ নং মেইন পিলারের কাছে অজ্ঞাত এক বৃদ্ধ ব্যাক্তির মৃত্যুদেহ দেখতে পায় মাঠে কাজ করতে যাওয়া কৃষকরা। পরে পুলিশ কে খবর দিলে সদর থানা পুলিশ ঘটনাস্থলে যায় এবং লাশ উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ময়না তদন্ত করার জন্য প্রেরণ করে।
শোলমারি গ্রামের কৃষকরা জানান, শোলমারি গ্রামের ভিতরে ১২৮ নং পিলারের কাছে সকালে কৃষকরা মাঠে যাওয়ার সময় পাটের জমির কেনালের উপরে অজ্ঞাত এক বৃদ্ধ ব্যাক্তির লাশ দেখতে পেয়ে বিজিবি কে খবর দিলে বিজিবির সদস্যরা ঘটনা স্থলে গিয়ে পুলিশ কে খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
পুলিশের এস আই আব্দুল্লা আল- মামুন সাংবাদিকদের জানান, এক বৃদ্ধ ব্যাক্তির লাশ আমরা উদ্ধার করেছি। তার পরিচয় পাওয়া যায়নি।মৃত ব্যক্তি বাংলাদেশি না ভারতীয় এ মূহূর্তে নিশ্চিত করে বলা যাচ্ছেনা । তিনি আরোও বলেন,লাশের পরিচয় না পাওয়া গেলে মেহেরপুর পৌর সভার মাধ্যেমে অজ্ঞাত ব্যাক্তি কে দাফন করা হবে।
