আপডেট
মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৪ মে:
মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের সুবিধপুর গ্রামে এক ছাত্রীকে জোর করে ধর্ষনের অভিযোগে অভিযুক্ত লম্পট জুয়েলকে আটক করেছে পুলিশ। শুক্রবার দিবাগত মধ্যরাতে মেহেরপুর সদর উপজেলার শৈালমারী গ্রামে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে মেহেরপুর সদর থানা পুলিশ তাকে আটক করে।
এদিকে আজ শনিবার ধর্ষিতার ডাক্তারি পরীক্ষা করা হবে বলে জানান মেহেরপুর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক।
উল্লেখ্য, শুক্রবার সকাল ১১টার দিকে সুবিধপুর গ্রামের মৃত এসএসসি পরিক্ষার্থী স্কুল ছাত্রী পাশের পাড়ায় খালুর বাড়ি যাওয়ার সময় সদর উপজেলার শৈালমারি গ্রামের মূলকুত মোল্লার লম্পট ছেলে জুয়েল মেয়েটিকে জোর করে মটরসাইকেলে তুলে মেহেরপুর নিয়ে আসার পথে একটি লিচু বাগানে নিয়ে জোর করে ধর্ষণ করে পালিয়ে যায়। পরে রহিমা বাড়ি ফিরে অসুস্থ্য হয়ে পরে ও পরিবারের লোকজন কে এঘটনা জানালে পরিবারের লোকজন তাকে দ্রুত উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে।
এ ঘটনায় ধর্ষিতা নিজে বাদী হয়ে জুয়েলের বিরুদ্ধে মেহেরপুর সদর থানায় শুক্রবার রাতে মামলা দায়ের করে। যার নং-০৬।
