মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১১ ফেব্রুয়ারী:
মেহেরপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে মেহেরপুর জেলার ৩০৪টি প্রাথমিক বিদ্যালয়ে এক যোগে স্টুডেন্ট কাউন্সিলের নির্বাচন অনুষ্ঠিত হয়।
রোববার সকাল ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত ভোট গ্রহণ পর্ব চলে।নির্বাচন চলাকালে শিক্ষার্থীদের মধ্য থেকে কেউ নির্বাচন কমিশনার, কেউ আইনশৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত, আবার কেউ পোলিং অফিসারের দায়িত্ব পালন করে। জেলার বিভিন্ন বিদ্যালয়ে শিশু ভোটাররা ভোট দেয়ার জন্য দীর্ঘাদিন লাইনে দাঁড়িয়ে থাকে।
মেহেরপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, মেহেরপুর সদর উপজেলার ১০৩টি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণীর ৭ হাজার ৬’শ ৬২ জন, ৪র্থ শ্রেণীর ৬ হাজার ৮’শ ২৩ জন এবং ৫ম শ্রেণীর ৪ হাজার ৫শ ৮৪ জন। গাংনী উপজেলার ১৫৬টি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণীর ৮ হাজার ৩’শ ৪৬ জন, ৪র্থ শ্রেণীর এক হাজার ৯’শ ৫৭ জন এবং ৫ম শ্রেণীর এক হাজার ৮শ ৮৯ জন এবং মুজিবনগর উপজেলার ৩৬টি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ২ হাজার ৮৬ জন, ৪র্থ শ্রেণীর ৭ হাজার ৩৪ জন এবং ৫ম শ্রেণীর ৪ হাজার ৫’শ ৪৫ জন শিশু ভোটার ভোট দান পর্বে অংশ নেয়। জেলায় ৩০৪টি বিদ্যালয়ে ২ হাজার ৭’শ ৩৬টি পদের বিপরীতে ৫ হাজার ৪’শ ৭২ জন প্রার্থী ভোট যুদ্ধে অবতীর্ণ হয়। ভোট চলাকালে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জেসের আলী বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন।
উল্লেখ্য,বিদ্যালয়ের পরিষ্কার পরিচ্ছন্ন ছোট খাট কাজ, বিদ্যালয়ে অনুপস্থিতি রোধসহ বিভিন্ন কাজে সহযোগিতা করার জন্য ২০১২ সাল থেকে স্টুডেন্ট কাউন্সিলের নির্বাচন শুরু হয়েছে।
