মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০১ এপ্রিল:
মেহেরপুর জেলার ৩ উপজেলার ৭ টি কেন্দ্রে একযোগে শান্তিপূর্ণ পরিবেশে প্রথম দিনের এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। মেহেরপুরের জেলা প্রশাসক সহ শিক্ষা বিভাগের কর্মকর্তাগণ পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন।
নকল করার অপরাধে মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও বিএম কলেজ কেন্দ্রে ১ জন পরীক্ষার্থী বহিস্কার হয়েছে।
উল্লেখ্য,এবার জেলায় ৩ হাজার ৪৮৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করছে। এর মধ্যে মেহেরপুর সরকারি কলেজ কেন্দ্রে ৫২২ জন, মেহেরপুর সরকারি মহিলা কলেজ কেন্দ্রে ৬৫০ জন, মেহেরপুর পৌর কলেজ কেন্দ্রে ২৭৮ জন, গাংনী ডিগ্রি কলেজ কেন্দ্রে ৫৩০ জন, গাংনী মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্রে ৫৪১ জন, বামন্দী নিশিপুর স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ৪৪১ জন, মুজিবনগর ডিগ্রি কলেজ কেন্দ্রে ৫২২ জন পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে।
অপরদিকে বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ড ঢাকার অধীনে এইচএসসি (ব্যবসায় ব্যবস্থাপনা) পরীক্ষায় মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও বিএম কলেজ কেন্দ্রে ২৪০ জন, গাংনী মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ কেন্দ্রে ৭৭৭ জন এবং মুজিবনগর ডিগ্রি কলেজ কেন্দ্রে ২০৫ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে। একই সাথে একই বোর্ডের অধীনে এইচএসসি (ভোকেশনাল) পরীক্ষায় মেহেরপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ১৫৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে।
বাংলাদেশ মাদরাসা শিক্ষাবোর্ড ঢাকার অধীনে মেহেরপুর দারুল উলুম আহমোদিয়া ফাজিল মাদরাসা কেন্দ্রে আলিম পরীক্ষায় ১১২ জন পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে।