মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৩ জানুয়ারী:
জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ প্রকল্পের অধীনে বাংলাদেশ যুব রেড ক্রিসেন্ট ও স্বেচ্ছা সেবক ভলেন্টিয়ার্স জাতীয় সমাবেশে মেহেরপুরের যুব রেড ক্রিসেন্ট সদস্য বৈশাখী নৃত্যে এবং মিরাজুর রহমান সুমন দেশ সেরা ভলেন্টিয়ার ও সংগীতে সজিব সারা দেশে দ্বিতীয় স্থান অর্জন করায় মেহেরপুর জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে বৃহস্পতিবার রাতে বৈশাখী, সুমন ও সজিবকে সংবর্ধনা দেয়া হয়।
জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সহসভাপতি আলহাজ মোঃ গোলাম রসুলের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন রেড ক্রিসেন্ট সোসাইটির কেন্দ্রীয় বডির সদস্য অ্যাড. খন্দকার একরামূল হক হীরা,ইউনিট অফিসার জিয়াউদ্দিন প্রমুখ।
সংবর্ধনা অনুষ্ঠানে মেহেরপুরের ৩ কৃতি সদস্যকে ফুল ও মিষ্টি মুখ করে অভিনন্দন জানানো হয়।
