মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৯ ডিসেম্বর:
মেহেরপুর শহরের বিভিন্ন কাপড়ের দোকান থেকে কাপড় চুরি করে পালানোর সময় ৩ নারী চোরকে আটক করে গণধোলায় দিয়েছে ব্যবসায়ীরা। নারী চোররা হলেন,চুয়াডাঙ্গা শহরের আশেরা (৪২), রাবেয়া (২৩) ও মোমেনা (৫৫)।
আজ বুধবার দুপুরে তিন নারী চোর মেহেরপুর শহরের থানা রোডের মন্টু বস্ত্রালয়, বড় বাজার কালিবাড়ী রোডের অভিজাত বস্ত্র বিতান সহ শহরের বিভিন্ন কাপড় ও গার্মেন্টস এর দোকানে কাপড় ক্রয় করার নামে ৬৫ পিস শাড়ী, ৪টি থ্রিপিস, ৬টি চাদর ও কার্ডিগ্যান চুরি করে। পরে কালি মন্দিরের রাস্তা ধরে পালানোর সময় স্থানীয় কলা ব্যবসায়ী শহীদুলের সন্দেহ হয়। এসময় তাদের খবর জানতে চাওয়ায় নারী চোরদের কথাবার্তায় অসংলগ্নতা প্রকাশ পায়। পরে তাদের শরীর তল্লাশী করে শাড়ী, চাদর, থ্রিপিস উদ্ধার করে। এসব চুরির অপরাধে ব্যবসায়ীরা জানতে পেরে তিন মহিলা চোরকে গণধোলাই দিয়ে তাড়িয়ে দেন।
