আবু আক্তার,মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৭ মে:
মেহেরপুর সদর উপজেলার ষোলমারী গ্রাম থেকে অত্যাধুনিক ফাইভ স্টার পিস্তল সহ মতু নামের এক সন্ত্রাসীকে আটক করেছে সদর থানা পুলিশ। আটক মতু ষোলমারী গ্রামের ইকের আলীর ছেলে।
পুলিশ জানান, তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। রোববার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে পুলিশ আহত অবস্থায় মতুকে আটক করেন।
সদর থানার অফিসার ইনচার্জ আজিজুল হক ও এলাকাবাসি জানান, ঘটনার সময় সন্ত্রাসী মতু ও তার দু’সহযোগী রাসেল ও হাবিবুরকে নিয়ে মিটিং করছিল। এসময় তাদের মধ্যে বাকবিতন্ডার একপর্যায়ে ধস্তাধস্তি শুরু হয়। ধস্তাধস্তি এক পর্যায়ে অসাবধনতাবশত: কাছে থাকা পিস্তল থেকে গুলি বের হয়। গুলি’র শব্দে এলাকাবাসী ছুটে আসে । দু’জন পালিয়ে গেলেও আহতবস্থায় মতুকে গ্রামবাসী ধরে ফেলে। পরে পুলিশ গিয়ে মতুকে পিস্তলসহ আটক করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে।
