মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০২ জুলাই:
শ্যালোইঞ্জিন চালিত যান নছিমন-করিমন ও ব্যাটারি চালিত অবৈধ যানবাহন চলাচল বন্ধের দাবিতে মেহেরপুরে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট শুরু হয়েছে। আজ সোমবার সকাল ৬ টা থেকে চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলা পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের ডাকে এ ধর্মঘট শুরু হয়েছে।
ধর্মঘটের কারনে মেহেরপুরের আভ্যন্তরিণ ও দুরপাল্লার সব রুটের যানচলাচল বন্দ্ধ রয়েছে। রিক্সা ভ্যান, নছিমন-করিমন এবং প্রাইভেট গাড়ি ছাড়া অন্য কোন ধরনের যান চলাচল করছেনা।
পরিবহন ধর্মঘটের কারনে সবচেয়ে বিপদে পড়েছে অফিসগামী মানুষেরা। গাড়ি চলাচল না করার কারনে পচে নষ্ট হচ্ছে লাখ লাখ টাকার কাঁচামাল।
মেহেরপুর আন্ত:জেলা বাস মিনিবাস মালিক সমিতির সাধারন সম্পাদক আলহাজ্জ গোলাম রসুল জানান, শ্যালোইঞ্জিন চালিত যান নছিমন-করিমন ও ব্যাটারি চালিত অবৈধ যানবাহন চলাচল বন্দ্ধ না হওয়া পর্যন্ত ধর্মঘট অব্যাহত থাকবে। তিনি আরোও বলেন, সরকার অবৈধ যান নসিমন ,করিমন ও আলমসাধু বন্ধের ঘোষণা দিলেও মেহেরপুরে তা মানা হচ্ছে না । এ অবস্থায় পরিবহন ব্যবসা চরম ঝুঁকির মধ্যে পড়েছে।
