মেহেরপুর নিউজ ২৪ ডট রকম,২১ জানুয়ারী:
অবশেষে সেই ওসি ও এএসআই ব্যবসায়ী নেতৃবৃন্দের সামনে ব্যবসায়ী মিনারুল ইসলাম ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডারের হাত ধরে ক্ষমা চেয়ে নেয়ায় মেহেরপুরের বড় বাজার ব্যবসায়ী সমিতির ডাকা অনিদির্ষ্ট কালের ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছেন ব্যবসায়ী নেতারা।
আজ সোমবার দুপুর ১২ টার সময় মেহেরপুর ব্যবসায়ী সমিতির অফিস কক্ষে এএসপি সার্কেল আব্দুল মতিন,সহকারী পুলিশ সুপার আনোয়ার হোসেন,মেহেরপুর পৌরসভার মেয়র মোতাচ্ছিম বিল্লাহ মতু, ব্যবসায়ী সমিতির সভাপতি নুর হোসেন আঙ্গুর, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান দিপুসহ অভিযুক্ত পুলিশ কর্মকর্তা, ব্যবসায়ী নেতৃবৃন্দের জরুরী সমঝোতা বৈঠকের পর ব্যবসায়ী নেতৃবৃন্দ তাদের ডাকা অনিদির্ষ্টকালের ধর্মঘট প্রত্যাহার করেন।
এর আগে সোমবার সকাল থেকে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে ধর্মঘট পালন করেন ব্যবসায়ীরা। ব্যবসায়ীরা তাদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বড় বাজার মোড়ে সমবেত হয়ে পুলিশের অপসারণ দাবীতে স্লোগান দেয়। ব্যবসায়ী সমিতির উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
বড়বাজার ব্যাবসায়ী সমিতি সাধারণ সম্পাদক. মনিরুজ্জামান দিপু জানান, অভিযুক্ত পুলিশ কর্মকর্তা ব্যবসায়ী সংগঠন সহ লাঞ্ছিত ব্যবসায়ীর নিকট ক্ষমা প্রার্থনা ও শহরের মাদক ব্যবসায়ী তপন ও তার পিতা আশাকে ৩ ঘন্টার মধ্যে আটকের আশ্বাস দিলে ব্যবসায়রা তাদের ধর্মঘট প্রত্যাহার করে নেন।
উল্লেখ্য,রবিবার রাত সাড়ে ৯ টার দিকে মন্ডল পাড়ার তপন আলী ও তার পুত্র আশাদুল হক আশা হার্ডওয়ার ব্যবসায়ী মিনার“ল হকের একটি মোবাইল চুরি করে। এজন্য মিনার“ল তাদের দুজনকে রবিবার সন্ধার পর মোবাইল সহ ধরে আনে। রাত সাড়ে ৯ টার দিকে সদর থানার অফিসার ইনচার্জ আজিজুল হক ও এএসআই আবু সায়েম মিনারুল ইসলামের ব্যবসা প্রতিষ্ঠানে এসে দোকানের মালিক মিনারুল ইসলামকে শারিরীক লাঞ্ছিত করেন। এসময় তার পিতা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বশির উদ্দীন আহম্মেদকেও লাঞ্ছিত করেন পুলিশ কর্মকর্তা।
এ ঘটনার জের ধরে রবিবার রাতেই বড়বাজার ব্যবসায়ী সমিতি বিক্ষোভ মিছিল করে। এবং শহরে মাইকিং করে সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত বড় বাজারের সব ধরণের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা দেন।
