মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৬ জুন:
মেহেরপুর জেলা আইনজীবী ফোরামের উদ্যোগে মঙ্গলবার বিকেলে আসন্ন বার কাউন্সিলের নির্বাচনে আইনজীবী ফোরামের প্রার্থীদের বিজয়ী করার জন্য এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মেহেরপুর জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডঃ রহমতুল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ্যাডঃ খন্দকার মাহাবুব হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ্যাডভোকেট এ,জে মোহাম্মদ আলী, ব্যারিস্টার মাহাবুব উদ্দীন খোকন এমপি। বক্তব্য রাখেন এ্যাডঃ মিতা রায় চৌধুরী, এ্যাডঃ গিয়াস উদ্দীন আহমেদ,এ্যাডঃ আশরাফি পাপিয়া এমপি,মেহেরপুর আইনজীবী সমিতির সাধারন সম্পাদক এ্যাডঃ কামরুল হাসান প্রমূখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন মেহেরপুর জেলা আইনজীবী ফোরামের সাধারন সম্পাদক এ্যাডঃ মারুফ আহমেদ বিজন।