মেহেরপুর নিউজ, ১৭ জানুয়ারী:
মেহেরপুর জেলা আইনজীবী সহকারী সমিতির উদ্যোগে আইনজীবী সহকারী আমিরুল ইসলামের পরিবারকে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
বুধবার সকালে জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে আইনজীবী সহকারী সমিতির সভাপতি আমিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. শফিকুল আলম।
বিশেষ অতিথি ছিলেন সাধারণ সম্পাদক অ্যাড. কামরুল হাসান। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আইনজীবী সহকারী সমিতির সাধারণ সম্পাদক সাহাদুল ইসলাম কানাই। অনুষ্ঠানে মরহুমের স্ত্রী সুমিয়ারার হাতে ২৫ হাজার টাকা অনুদান দেওয়া হয়।