মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৩ ডিসেম্বর:
মেহেরপুর সদর উপজেলা আনসার ও ভিডিপি অফিসের উদ্যোগে সোমবার মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে মেহেরপুর সদর উপজেলা আনসার ও ভিডিপি’র সমাবেশ অনুষ্ঠিত হয়।
মেহেরপুর সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক মোল্লার সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ডেন্ট অফিসার শাহ আলম।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সার্কেল অ্যাডজুটেন্ট আশরাফুল হক। বক্তব্য রাখেন মেহেরপুর সদর উপজেলা ভিডিপি কর্মকর্তা আসাদুর রহমান, ইউনিয়ন দল নেতা আবুল কাশেম, মমতাজ পারভীন, ফারুক হোসেন প্রমুখ।