মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৮ মার্চ:
মেহেরপুরে আন্তজার্তিক নারী দিবস পালনের অংশ হিসেবে ‘গ্রামীণ নারীর ক্ষমতায়ন: ক্ষুধা ও দারিদ্র ঘোচাও’ শ্লোগানে এক বণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। র্যালীতে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান,বেসরকারি প্রতিষ্ঠান,এনজিও,মহিলা সংস্থা,স্কুল-কুলেজসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে অংশ নেয়।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টায় মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যেগে স্থানীয় সামসুজ্জোহা পার্ক থেকে র্যালীটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়। র্যালী শেষে নারী দিবসের তাৎপর্য নিয়ে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুরের জেলা প্রশাসক সাহান আরা বানু। সভাপতিত্ব করবেন অতিরিক্ত জেলা প্রশাসক হোসেন আলী খোন্দকার।
গাংনীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত
কিশোর,তরুনী,বালিকা মিলাও হাত গড়ে তোল সমৃদ্ধ ভবিষ্যৎ’ প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে গাংনীতে বিশ্ব নারী দিবস পালিত হয়েছে।
বিভিন্ন পেকার্ড ব্যনার নিয়ে একটি বিশাল র্যালি গাংনী শহিদ মিনার পাদদেশ থেকে শুরু হয়ে গাংনী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহিদ মিনার পাদদেশে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হয়।
গাংনী উপজেলা নির্বাহী অফিসার মনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত নারী দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন,গাংনী উপজেলা চেয়ারম্যান একেএম শফিকুল আলম,বিশেষ অতিথির বক্তব্য রাখেন,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা মমতাজ কাকলী,মহিলা বিষয়ক অফিসার তাজুল ইসলাম,গাংনী মহিলা ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ নাসির উদ্দীন, ইংরাজি বিভাগের অধ্যাপক আফরোজা খানম, প্রভাষক মহিবুর রহমান মিন্টু,গাংনী পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক জহুরুল ইসলাম, প্রমুখ।
গাংনী উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত বিশ্ব নারী দিবসের আলোচনা সভায় গাংনী মহিলা কলেজ, পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ছাত্রী ছাড়াও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নারী নেতৃবৃন্দ অংশ নেন।