মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৮ আগস্ট:
মেহেরপুর মুজিবনগর উপজেলার বিশ্বনাথপুর গ্রামে শিশু ধর্ষনের রেশ কাটতে না কাটতেই মেহেরপুর শহরে আরও এক শিশু ধর্ষনের শীকার হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে ওই ঘটনা ঘটে। ধর্ষিত ওই শিশুকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। মেহেরপুর মহিলা দাখিল মাদ্রাসার ৭ম শ্রেণীর ছাত্রী ওই ধর্ষিতা জানায় ঘটনার সময় তার এক বান্দবীকে সাথে নিয়ে মেহেরপুর শহরের ওয়াপদা সড়কে হাটা হাটি করার সময় মেহেরপুর শহরের কবরস্থান পাড়ার আলামিন, জয় ও মল্লিকপাড়ার জুবায়ের নামের ৩ যুবক তার মুখ চেপে ধরে তুলে নিয়ে শহরের মল্লিকপাড়ার একটি বাগানে ধর্ষন করে। পরে ধর্ষকরা অচেতন অবস্থায় রাতেই তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে রেখে চলে যায়।
আজ বুধবার তার জ্ঞান ফিরলে বিষয়টি তার অভিভাবকদের জানায়। পরে বিষয়টি মেহেরপুর সদর থানা পুলিশকে জানানো হয়। পুলিশ আজ সন্ধ্যায় ঘটনা স্থল পরিদশন করেন। এই ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।