মেহেরপুর নিউজ,০৪ সেপ্টেম্বর:
মেহেরপুর জেলা ইজিবাইক চালকদের দাবি না মেনে আঞ্চলিক সড়কগুলোতে চলাচল নিষিদ্ধ করার প্রতিবাদে ধর্মঘট সহ ৩ দিনের কর্মসূচী দিয়েছে ইজিবাইক চালক ও মালিক সমিতি। কর্মসূচীর মধ্যে শুক্র ও শনিবার ইজিবাইক ধর্মঘট, রোববার সকল ইজিবাইকের চাবি জেলা প্রশাসকের কাছে জমা দিয়ে মেহেরপুর প্রেসক্লাবের সামনে পরিবারের লোকজন নিয়ে অনশন।
পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বৃহস্পতিবার রাতে মেহেরপুর পৌর শহর ছাড়া আঞ্চলিক সড়কগুলোতে ইজিবাইক না চালানোর আহবান জানিয়ে শহরে মাইকে প্রচার করা হয়। তার পরেই ইজবাইক মালিক চালকরা এক আলোচনা শেষ করে জেলা ইজিবাইক মালিক সমিতির সভাপতি সাজ্জাদুল আনাম এ কর্মূসূচী ঘোষনা করে।
এদিকে , শুক্রবার দুপুরে কার্যালয় প্রাঙ্গনে কর্মসূচী সফল করার লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সাজ্জাদুল আনামের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আল মামুন, ইজিবাইক চালক মধু, বিল্লাল হোসেন প্রমুখ।
