মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৪ আগস্ট:
মেহেরপুরে জেলা আইনগত সহায়তা প্রদান সংস্থার উদ্যোগে উপজেলা ও ইউনিয়ন আইনগত সহায়তা প্রদান কমিটির কার্যক্রম তদারকি ও মূল্যায়ণ সম্পর্কিত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলা ও ইউনিয়ন আইনগত সহায়তা কমিটির সদস্য এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ আইনজীবীরা অংশ নেয়।
আজ শনিবার সকালে মুজিবনগর পর্ষটন মোটেলে আলোচনা সভায় জেলা আইনগত সহায়তা প্রদান সংস্থা এবং জেলা ও দায়রা জজ এম ডি নূর মোহাম্দ মোড়লের সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলমগীর হোসেন, জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড: পল্লব ভট্টাচার্য মুজিবনগর উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম এবং এ্যাড: মারুফ আহমেদ বিজন।
