মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২১ আগষ্ট:
মেহেরপুর সদর উপজেলা পর্যায়ের কাবাডি খেলায় আমঝুপি মাধ্যমিক বিদ্যালয় ৩৭-৭ পয়েন্টে কামদেবপুর মাধ্যমিক বিদালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরভ লাভ করেছে।
এর আগে আজ বুধবার আমঝুপি মাধ্যমিক বিদ্যালয মাঠে নির্ধারিত খেলায় মোমিনপুর মাধ্যমিক বিদ্যালয় অংশগ্রহন না করায় কামদেবপুর মাধ্যমিক বিদ্যালয় ওয়াকওভার লাভ করে।
পরে লীগের ফাইনার খেলায় কামদেবপুর মাধ্যমিক বিদ্যালয়কে হারিয়ে আমঝুপি মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়।
