মেহেরপুর নিউজ,২৩ আগষ্ট:
মেহেরপুর খান ফাউন্ডেশনের উদ্যোগে উপজেলা ফোরামের সদস্য কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকালে অফিস মিলনায়তনে উপজেলা ফোরামের সভাপতি দিলরুবা খাতুনের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন কো অর্ডিনেটর রেহেনা খাতুন, সদস্য রুনু আখতার, রোজিনা খাতুন, আছিয়া খাতুন, বেলি আখতার, সেলিনা, লাল বানু, মীর দানিয়েল হোসেন, ছফুরা খাতুন প্রমুখ।