মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৮ জানুয়ারী:
মেহেরপুর ডিবি পুলিশ ও গাংনী থানা পুলিশ পৃথক দুটি অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি এলজি সার্টারগান, ১ রাউন্ড বন্দুকের গুলি ও ৪ টি ককটেল বোমা উদ্ধার করেছে।
ডিবি’র অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান,গোপন সংবাদের ভিত্তিতে শনিবার প্রথম সকালে মেহেরপুর শহরের অদূরে ওয়াপদামোড়ের পার্শ্বে একটি কুল বাগানে অভিযান চালিয়ে একটি এলজি সার্টারগানসহ এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
অপরদিকে গাংনী থানার অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা জানান, শনিবার সকালে গাংনী এ উপজেলার ষোলটাকা গ্রামের একটি রাইসমিলের পার্শ্বে পরিত্যক্ত অবস্থায় ৪ টি ককটেল বোমা উদ্ধার করা হয়েছে। বোমাগুলো লালটেপ মোড়ানো রয়েছে বলে জানিয়েছেন ওসি গোলাম মোস্তফা।
