মেহেরপুর নিউজ:
ওষুধ বিক্রির কমিশন বৃদ্ধি, মেয়াদোত্তীর্ণ ঔষধ দ্রুত সময়ের মধ্যে ফেরত নেওয়া এবং প্রতিস্থাপন করা, ড্রাগ লাইসেন্স বিহীন ফার্মাসিতে ওষুধ কোম্পানি কর্তৃক ঔষধ সরবরাহ বন্ধ করা এবং সকল ঔষধের মূল্য সরকার কর্তৃক নির্ধারণ করার দাবিতে মানববন্ধন করা হয়েছে।
বৃহস্পতিবার সকালের দিকে বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতি মেহেরপুর জেলা শাখার উদ্যোগে এ মানববন্ধন করা হয়। বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতি মেহেরপুর জেলা শাখার সভাপতি আব্দুল লতিফের নেতৃত্বে মানববন্ধন অন্যদের মধ্যে সহ-সভাপতি রাকিবুল হাসান রন, মতিউর রহমান, আমিনুল ইসলাম সেন্টু, বাবর আলী,কাজী খয়রুদ্দিন আহমেদ, আসিফ আল মোনায়েম, জালাল উদ্দিন সেলিম খান প্রমুখ উপস্থিত ছিলেন।