মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১০ ডিসেম্বর:
আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস উপলক্ষে শুক্রবার মেহেরপুর জেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে বিভিন্ন প্রতিযোগিতা, র্যালি, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরনের আয়োজন করা হয়।
জেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অবঃ অধ্যক্ষ প্রফেসর আব্দুস সালামের সভাপতিত্বে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সাধারন সম্পাদক মোশাররফ হোসেন, সদস্য আব্দুর রজ্জাক খান, বদরুন নাহার, সুরাইয়া বানু, সাইদূর রহমান প্রমুখ। পরে সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এর আগে বিতর্ক প্রতিযোগিতা ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করা হয়। এদিকে আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস উপলক্ষে সকালে একটি র্যালি বের করা হয়।
জেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অবঃ অধ্যক্ষ প্রফেসর আব্দুস সালামের নেতৃত্বে র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক দক্ষিণ করে।
মুজিবনগরে আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস পালিত
আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস পালন উপলক্ষে মুজিবনগর উপজেলা প্রশাসন ও উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ উদ্যোগে বিভিন্ন প্রতিযোগিতা, র্যালি, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরনের আয়োজন করা হয়। মানিকনগর ডিএস মাদ্রাসার সুপার আহমেদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলে অবঃ শিক্ষক মোঃ আবুল কাশেম ও মো: গরিবুল্লাহ মাষ্টার। অনুষ্ঠানে অন্যান’র মধ্যে বক্তব্য রাখেন সহকারি অধ্যপক বাকের আলী প্রমুখ।
