আপডেট
মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৯ জানুয়ারী:
মেহেরপুর পৌরসভার ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর আব্দুলাহ আল মামুন বিপুলকে হত্যায় ব্যবহৃত অত্যাধুনিক ৯ এমএম পিস্তলটি উদ্ধার করেছে মেহেরপুর সদর থানা পুলিশ।
আজ মঙ্গলবার রাত সাড়ে ৭ টার সময় মেহেরপুর শহরের পিয়াদাপাড়ার স্থানীয় সংসদ সদস্য জয়নাল আবেদীনের বাড়ির সামনে জনৈক মুংলা খাঁ’র পুকুর থেকে পরিত্যাক্ত অবস্থায় পিস্তলটি উদ্ধার করা হয়েছে।
এএসপি আব্দুল মতিন, মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিজুল হক সহ পুলিশের উর্দ্ধতন কর্মকর্তারা ওই পুকুরটিতে অভিযান চালিয়ে আমেরিকার তৈরী নাইন এমএম ৭.৬৫ বোরের রিভলবারটি উদ্ধার করেন।
এএসপি আব্দুল মতিন জানান, পুলিশের নিজস্ব সোর্স মারফত অস্ত্রে বিষয়টি অবগত হয়ে পুকুরে তল্লাশী চালানো হয়।
পুলিশ কর্মকর্তা আরো জানান, কাউন্সিলর বিপুলকে এ পিস্তল দিয়ে হত্যা করে থাকতে পারে বলে পুলিশের প্রাথমিক ধারনা।
এদিকে আজ সন্ধ্যার আগে মেহেরপুর শহরের কাশারী পাড়া থেকে জেলা যুবলীগের সহ প্রচার সম্পাদক শহিদুল ইসলাম পেরেশান, ভিডিও ব্যবসায়ী আহার আলী,স্কুল শিক্ষক পোলেনসহ ৫ জনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ সুপারের কার্যালয়ে নিয়ে গেছে পুলিশ।
সদর থানার অফিসার ইনচার্জ আজিজুল হক এ বিষয়ে জানান, এদেরকে প্রাথমিক ভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে তাদের আটক করা হয়নি।
উল্লেখ্য, মেহেরপুর পৌরসভার ৮ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুলাহ আল মামুন বিপুলকে সোমবার রাত ১০ টার সময় জেলা যুবলীগের সহ প্রচার সম্পাদক শহিদুল ইসলাম পেরেশানের কাশারীপাড়ার বাড়িতে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা।